সমন্বয় দাখিলা (Adjusting Entries)
মূলত একটি নির্দিষ্ট হিসাব বছরের শেষে প্রতিটি হিসাবের নির্ভুলতা এনশিওর করার উদ্দেশ্যে সমন্বয় দাখিলা দেয়া হয়। একটি নির্ভুল আর্থিক বিবরণী তৈরি করাই সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য। মূলত যেসব লেনদেনের প্রভাব হিসাবের উপর রয়েছে, কিন্তু হিসাব বইতে এন্ট্রি করা হয়নি, সেগুলোকে এন্ট্রি করানোর উদ্দেশ্যেই হিসাব বছর শেষে সমন্বয় দাখিলা দেয়া হয়।
যেমন - বকেয়া ব্যয় (ব্যয় করা হয়েছে কিন্তু টাকা দেয়া হয়নি) ও অগ্রিম আয় (টাকা গ্রহণ করা হয়েছে কিন্তু এখনো পণ্য বা সেবা প্রদান করা হয়নি)। হিসাবের পরিমাণের উপর এসব এন্ট্রির ভালো প্রভাব থাকলেও বছর শেষ হওয়ার আগে এগুলোকে এন্ট্রি করা সম্ভব হয় না। তাই বছর শেষে সমন্বয় দাখিলার মাধ্যমে এগুলো এন্ট্রি করানো হয়।