পরিমার্জন (Amortization)
পরিমার্জন বলতে অস্থাবর সম্পদের (যেমন, পেটেন্ট বা ট্রেডমার্ক) খরচকে তাদের কার্যকর সময়ের উপর ভিত্তি করে ধাপে ধাপে ব্যয় হিসেবে গণনা করাকে বোঝায়। মূলত অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক খরচকে এই পদ্ধতিতে একাধিক বছরে ভাগ করে দেয়া হয়, এতে করে একটি নির্দিষ্ট বছরে বেশি খরচ দেখাতে হয় না। অবচয়ের সাথে এটির পার্থক্য হচ্ছে, অবচয় করা হয় স্থাবর সম্পদের ক্ষেত্রে। পরিমার্জনকে লাভ-ক্ষতি হিসাবে খরচ হিসেবে দেখানো হয়, এতে করে করযোগ্য আয় হ্রাস পায় ও বিনিয়োগকারীরা এর থেকে কোম্পানীর আর্থিক অবস্থা বুঝতে পারেন।