অডিটিং (Auditing)
অডিটিং একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল আর অ্যাকাউন্টিং ইনফরমেশন চেক করার প্রক্রিয়া যেখানে দেখা হয় কোম্পানি টা ফাইন্যান্সিয়ালি কত ভালো করছে আর কোম্পানির হিসেব আর বাকি বিষয় ঠিক আছে কিনা। ওডিট যারা করে থাকেন তাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলা হয় এবং তারা সি এ ফার্মে কাজ করে থাকে। প্রতিটি বড় বড় প্রতিষ্ঠানকেই বছরে কমপক্ষে অডিট করতে হয়। Deloitte, Pwc, EY বিশ্বর কিছু নামকরা অডিট ফার্ম। বাংলাদেশে ১৯৭২ সাল থেকে সি এ ফার্মগুলোর যাত্রা শুরু হয়। এখন ICAB এর আন্ডারে প্রায় ১৫০ টির মতো সি এ ফার্ম র্যয়েছে।