ব্যাংক সমন্বয় (Bank Reconciliation)

1297

ব্যাংক সমন্বয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের নিজের রেকর্ডের সাথে ব্যাংক থেকে প্রাপ্ত স্টেটমেন্ট মিলিয়ে দেখা, যাতে ব্যাংক ও প্রতিষ্ঠানের আলাদা আলাদাভাবে রাখা হিসাবের গড়মিল চিহ্নিত করা যায় এবং তা সমন্বয় করা যায়। যেমন - প্রতিষ্ঠান ব্যাংকে চেক জমা দেয়ার পর তা আদায় করা সম্ভব হয়নি। এখন প্রতিষ্ঠানের হিসাবে ব্যাংকের তুলনায় বেশি টাকা দেখাবে, যা সমন্বয় করা না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। আবার দেখা গেল, ব্যাংক ফি কেটে নিয়েছে, কিন্তু কোনো কারণে তা প্রতিষ্ঠান জানতে পারে নি বা লিপিবদ্ধ করেনি।

মূলত প্রতিষ্ঠান তার নগদ অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও অসৎ কার্যক্রম ঠেকানোর উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় করে এবং সমন্বয় করার পর যে নতুন নির্ভুল স্টেটমেন্ট তৈরি হয়, তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়।

Next to read