বিয়ার মার্কেট (Bear Market)
Last edited: December 6, 2024
বিয়ার মার্কেট বলতে কোনো মার্কেটকে বোঝানো হয় না, বরং এটি দ্বারা মার্কেটের একটি নির্দিষ্ট পরিস্থিতিকে বোঝানো হয়। এই পরিস্থিতি তখন তৈরি হয় যখন, নির্দিষ্ট সময়ের মাঝে বিভিন্ন অ্যাসেটের প্রাইস ২০% বা তার বেশি হ্রাস পায়। এর পেছনে একাধিক ফ্যাক্টর কাজ করতে পারে, যেমন - অর্থনৈতিক মন্দা, উচ্চ বেকারত্ব অথবা ভূরাজনৈতিক জটিলতা। এর মাধ্যমে বোঝা যায় যে মার্কেটের ওপর বিনিয়োগকারীদের ভরসা খুবই কম এবং তারা স্টকের তুলনায় বেশি নিরাপদ বিনিয়োগ যেমন - সোনা বা বন্ড ইত্যাদি প্রিফার করছেন।
এমতাবস্থায় যেসব বিনিয়োগকারীদের উচ্চ ঝুকিঁর বিনিয়োগ রয়েছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হোন। তবে ক্ষতির পাশাপাশি বিয়ার মার্কেট কিছু সম্ভাবনার দুয়ার’ও খুলে দেয়। এই সময়ে সকল স্টকের প্রাইস যেহেতু সাধারণের তুলনায় কম থাকে, তাই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তারা এই সময়ে সম্ভাবনাময় স্টকগুলো কমে ক্রয় করে রাখেন। মার্কেটের পরিস্থির ভালো হলে সেই স্টক বেশি দামে বিক্রয় করে তারা লাভবান হোন।
বিয়ার মার্কেট পরিস্থিতি এড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটি ভালো বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করা ও নিরাপদ অ্যাসেটগুলোকে প্রাধান্য দেয়া। আর কখন বিয়ার মার্কেট পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয়েও বিচক্ষণ বিনিয়োগকারীরা সর্বদা নজর রাখেন।