বন্ড ইল্ড (Bond Yield)
Last edited: December 2, 2024
বন্ডের ইল্ড বলতে কোনো বন্ড থেকে আসা রিটার্নকে বোঝানো হয়। সাধারণত এটিকে বন্ডের দামের শতাংশ হিসেবে প্রকাশ করা হয়। বন্ডের ইল্ডকে টাকায় প্রকাশ করা হলে তাকে কুপন পেমেন্ট বলা হয়। উদাহরণস্বরুপ, ১০০০ টাকা মূল্যের কোনো বন্ডের বিপরীতে যদি বার্ষিক ৫০ টাকা কুপন পেমেন্ট পাওয়া যায়, তাহলে বুঝতে হবে উক্ত বন্ডের ইল্ড ৫%। এমনই আরেকটি মেট্রিক হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি (YTM), অর্থাৎ ম্যাচুরিটি পর্যন্ত বন্ডটি ধরে রাখলে মোট কি পরিমাণ রিটার্ন পাওয়া যাবে।
বন্ডের ইল্ডের সাথে বন্ডের প্রাইসের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, বন্ডের দাম বৃদ্ধি পেলে, ইল্ডের পরিমাণ হ্রাস পায়। আবার দাম হ্রাস পেলে ইল্ডের পরিমাণ বৃদ্ধি পায়। বন্ডের রিটার্নকে যেহেতু বিনিয়োগকারীরা ফিক্সড ইনকাম হিসেবে গণ্য করেন, তাই বন্ডের ইল্ডের মাধ্যমে তারা নিজেদের পোর্টফোলিও মোট ফিক্সড ইনকাম গণনা করে স্ট্র্যাটেজি তৈরি করেন। আবার একই সময়ে ইল্ডের মাধ্যমে এটাও বোঝা যায় যে, কি পরিমাণ ঝুকিঁ গ্রহণ করে কি পরিমাণ রিটার্ন পাওয়া যাচ্ছে।
বন্ডের ইল্ড বেশি হলে, ঝুকিঁ’ও বেশি থাকে, যেমন - দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী কোম্পানীগুলো দ্বারা ইস্যুকৃত বন্ড বা আর্থিকভাবে অস্থিতিশীল কোম্পানীর বন্ড। অপরদিকে, সুপ্রতিষ্ঠিত কোম্পানীগুলো সাধারণত কম ইল্ডের বন্ড ইস্যু করে থাকেন।