ব্রেক-ইভেন বিশ্লেষণ (Break-even Analysis)
ব্রেক-ইভেন বিশ্লেষণ বলতে প্রতিষ্ঠানের সেই বিক্রয়ের পরিমাণ হিসাব করে বের করাকে বোঝায় যেখানে, প্রতিষ্ঠানের মোট আয় মোট খরচের সমান হবে, ফলস্বরুপ লাভ বা ক্ষতি কিছুই হবে না। ব্রেক-ইভেন বিশ্লেষণ করার সময় মূলত প্রতিষ্ঠানের স্থায়ী খরচকে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করা হয়। এখানে, প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন = প্রতি ইউনিটের বিক্রয়মূল্য - প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়.
ব্রেক-ইভেন পয়েন্ট ফর্মুলা:
ব্রেক-ইভেন পয়েন্ট = স্থায়ী ব্যয় / (প্রতি একক পণ্যের বিক্রয়মূল্য - প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয়)
ব্রেক-ইভেন বিশ্লেষণ করার মাধ্যমে কোম্পানীগুলো সেলস টার্গেট সেট করে, পণ্যের প্রাইসিং স্ট্র্যাটেজি নির্ধারণ করে ও খরচের পরিমাণ নিয়ন্ত্রণ করে।