বাজেট (Budget)
বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ ব্যুজেট বা Baguette থেকে যার বাংলা প্রতিশব্দ ব্যাগ বা থলে।
মূলত প্রাচীন কালে বাজেটের অর্থ ব্যাগে বা থলেতে করে নিয়ে আসা হতো তাই এই নামকরণ। বর্তমানে বাজেটের অর্থের পরিমাণ বিশাল অঙ্ক হবার কারণে, অর্থের পরিবর্তে বাজেটের সকল কাগজপত্র থলে বা ব্রিফকেসে করে নিয়ে আসা হয়। বাংলাদেশ এই প্রথা এখনও প্রচলিত রয়েছে, প্রতিবার বাজেট পেশ করার পূর্বে অর্থমন্ত্রী ব্রিফকেসে করে বাজেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সংসদে প্রবেশ করেন।
বাজেটের আনুষ্ঠানিক রুপ ১৭৬০ সাল থেকে শুরু হলেও, পৃথিবীর প্রথম বাজেট ঘোষণা হয় গ্রেট ব্রিটেনে ১৭৩৩ সালে।
যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালের ৩০ শে জুনে।
বাংলাদেশে প্রতিবছর ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ শে জুন পর্যন্ত সময়কে একটি অর্থবছর ধরে বাজেট ঘোষণা করা হয়।
বাংলাদেশের সংবিধান অনুযায়,"বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণী বলে উল্লেখ করা হয়ে থাকে।"