বুল মার্কেট (Bull Market)
Last edited: December 5, 2024
বুল মার্কেট বলতে কোনো মার্কেটকে বোঝানো হয় না, বরং এটি দ্বারা মার্কেটের একটি নির্দিষ্ট পরিস্থিতিকে বোঝানো হয়। এই পরিস্থিতি তখন তৈরি হয় যখন নির্দিষ্ট সময় ধরে মার্কেটের দর বাড়তে থাকে। এর পেছনে একাধিক ফ্যাক্টর কাজ করে, যেমন - অর্থনৈতিক আশাবাদ, নিম্ন বেকারত্ব অথবা কোম্পানীগুলোর বেশি ইনকাম। এর মাধ্যমে মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের ভরসার পরিমাণ ও ঝুকিঁ গ্রহণের প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো বুল মার্কেট কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত স্থির হতে পারে, যেখানে এর প্রভাব পরে মূলত স্টকের উপর। তবে মাঝে মাঝে মার্কেটের এই অবস্থা অন্যান্য কমোডিটি যেমন - রিয়াল এস্টেট, সোনা ইত্যাদিকে’ও প্রভাবিত করতে পারে।
উদাহরণস্বরুপ - ২০০৮ সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার স্টক মার্কেটে বুল মার্কেট পরিস্থিতি বিরাজ করছিল, যার ইতি ঘটে করোনা মহামারির সময়ে। এই অবস্থা যেকোনো ধরণের বিনিয়োগের মূল্য বৃদ্ধি পায় বলে বিনিয়োগকারীরা বিশেষভাবে লাভবান হোন।
তবে বুল মার্কেটের উপর অত্যধিক নির্ভরশীলতা মার্কেটে বাবল তৈরি করতে পারে। এই বাবল বিস্ফোরিত হলে সকল ধরণের স্টকের মান পরে যায়, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হোন, অনেকে সব হারিয়ে পথে বসে পরেন। তাই বুল মার্কেট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার মাধ্যমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ সাবধাণতা অবলম্বন করে মার্কেটের প্রবৃদ্ধির মাধ্যমে লাভবান হতে পারেন।