কল অপশন (Call Option)
কল অপশন বলতে একটি আর্থিক চুক্তিকে বোঝায় যা বিনিয়োগকারীকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্বনির্ধারিত মূল্যে (স্ট্রাইক প্রাইস) একটি সম্পদ (যেমন শেয়ার) ক্রয় করার অধিকার প্রদান করে। যদিও কল অপশনের মাধ্যমে বিনিয়োগকারী উক্ত সম্পদ ক্রয় করার অধিকারপ্রাপ্ত হোন, তবুও তিনি তা ক্রয় করতে বাধ্য নন। অর্থাৎ, তিনি আদৌ এই সুযোগ কাজে লাগাবেন কি না, তা তার ইচ্ছার উপর নির্ভর করে।
উদাহরণস্বরূপ, যদি কোনো শেয়ারের স্ট্রাইক প্রাইস ১০০ টাকা হয় এবং এর বাজারমূল্য ১২০ টাকা হয়ে যায়, তাহলে কল অপশনধারী ১০০ টাকায় শেয়ার ক্রয় করে ১২০ টাকায় তা বিক্রি করে লাভ করতে পারেন। বিনিয়োগকারীরা কল অপশন মূলত সেই সকল সম্পদের ক্ষেত্রে ব্যবহার করেন, যেগুলোর বাজারমূল্য খুব শীঘ্রই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এটি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীরা সীমিত ঝুঁকিতে মুনাফা অর্জন করতে পারেন।
এছাড়া, এটি হেজিং (Hedging) স্ট্র্যাটেজি এবং স্পেকুলেটিভ (Speculative) ট্রেডিং উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। কল অপশন বুঝতে প্রিমিয়াম, মেয়াদপূর্তীর তারিখ, এবং নিহিতমূল্যের মতো টার্মগুলো জানা এবং এগুলো কিভাবে কাজ করে তা বোঝা বেশ গুরুত্বপূর্ণ।