Capital Budgeting
ক্যাপিটাল বাজেটিং হচ্ছে বিভিন্ন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে ইভালুয়েট, সিলেক্ট ও ম্যানেজ করার একটি পদ্ধতি যেমন - সম্পদ ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ, নতুন প্রোডাক্ট তৈরি ইত্যাদি। ক্যাপিটাল বাজেটিং মূলত অ্যানালাইজ ও জাস্টিফাই করার চেষ্টা করে যে কোনো প্রজেক্টে বিনিয়োগ করা উচিত কি না এবং সেই প্রজেক্ট থেকে ভবিষ্যতে যথেষ্ট পরিমাণ রিটার্ন জেনারেট করা সম্ভব হবে কি না। যেহেতু ব্যবসায়ের রিসোর্স বেশ সীমিত, তাই ক্যাপিটাল বাজেটিং-এর মাধ্যমে এমন সব প্রজেক্টকে ছাটাই করে ফেলা হয় যেগুলো থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
চিরগতিশীল ব্যবসায়িক জগতে যেকোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশেই নির্ভর করে ভালো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের উপর। ক্যাপিটাল বাজেটিং, যাকে অনেক ক্ষেত্রে ব্যবসায়ের প্রাণরস বলা হয়, এই গতিশীল ব্যবসায়িক জগতে ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য কম্পাস হিসেবে কাজ করে। ক্যাপিটাল বাজেটিং জানার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কোন প্রজেক্টে নিজেদের রিসোর্স সবচেয়ে বেশি অ্যালোকেট করা উচিত, যার মাধ্যমে একটি ভালো গ্রোথ ও রিটার্ন পাওয়া যাবে। তাই ব্যবসায়িক সমুদ্রে মূলধণের জাহাজ নিয়ে বেরিয়ে পরার আগেই এই কম্পাসের সঠিক এবং সর্বোত্তম ব্যবহার জেনে নেয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যেই আজকের লেখায় আপনাদের ক্যাপিটাল বাজেটিং’র আদ্যোপান্ত সম্পর্কে জানাবো।