মূলধন ব্যয় (Capital Expenditure)
বিভিন্ন স্থাবর সম্পত্তি যেমন - প্রপার্টি, প্লান্ট ও সরঞ্জার ক্রয় ও সম্প্রসারণ করার উদ্দেশ্যে যখন অর্থ ব্যয় করা হয়, তখন তাকে মূলধন ব্যয় বলা হয়। ব্যবসায় পরিচালনার সাথে জড়িত বিভিন্ন খরচ যেমন - বেতন, ভাড়া ইত্যাদির সাথে মূলধন ব্যয়-এর মূল পার্থক্য হচ্ছে এই যে, মূলধন ব্যয় থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায় এবং এই খরচগুলো আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়।
মূলধন ব্যয়-এর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রবৃদ্ধি ট্র্যাক করে, সম্পদের কোয়ালিটি বজায় রাখে এবং অর্থনৈতিক বিনিয়োগের এফিশিয়েন্সি মেইনটেইন করে।