মুলধনী লাভ (Capital Gains)
Last edited: December 6, 2024
ক্রয়মূল্যের তুলনায় বেশি মূল্যে কোনো সম্পদ বিক্রয় করলে যে মুনাফা অর্জিত হয়, তাকে ইংরেজিতে ক্যাপিটাল গেইন ও বাংলায় মুলধনী লাভ বলা হয়। উদাহরণস্বরুপ, আপনি ১০০০ টাকায় কোনো শেয়ার ক্রয় করে রাখলেন। ১ বছর পর সেই শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০০ টাকা হলো এবং আপনি তা বাজারমূল্যে বিক্রয় করে দিলেন। এই ক্ষেত্রে শেয়ার বিক্রয় করে পাওয়া অতিরিক্ত ১০০ টাকা আপনার জন্য ক্যাপিটাল গেইন।
ক্যাপিটাল গেইন মূলত দুই ধরণের হয়ে থাকে, যথা - স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেইন ও দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন। কোনো সম্পদ ক্রয় করার এক বছরের মাঝে তা যদি আপনি বিক্রয় করে দেন এবং তা থেকে আপনার লাভ হয়, তবে তাকে স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেইন বলা হয়। স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেইনের উপর প্রায় সকল দেশেই উচ্চহারে কর দিতে হয়।
অপরদিকে, এক বছরের বেশি সময়ের জন্য কোনো সম্পদ ধরে রেখে অতঃপর তা বিক্রয় করে দিলে যদি লাভ হয়, তাকে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন বলা হয়। দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনের উপর সাধারণত স্বল্প হারে কর দিতে হয়। আবার কোনো কোনো দেশ সিকিউরিটিজ মার্কেটে লেনদেনকে উৎসাহীত করার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনের উপর একেবারেই কোনো কর ধার্য করে না। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ থেকে মুনাফা অর্জন করার অন্যতম পন্থা হচ্ছে এই ক্যাপিটাল গেইন।