কোনো প্রতিষ্ঠানে নগদ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহকে বোঝাতে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ শব্দগুলোর ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানগুলোতে অনেক ধরণের নগদ প্রবাহ দেখা গেলেও, মোটাদাগে সেগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা -
অপারেটিং ক্যাশ ফ্লো - ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে যখন নগদ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ঘটে।
ইনভেস্টিং ক্যাশ ফ্লো - প্রতিষ্ঠানের জন্য সম্পদ বা রিসোর্স ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে যখন নগদ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ঘটে।
ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো - ব্যবসায়ে বিনিয়োগ বৃদ্ধি বা হ্রাসের (শেয়ার বা বন্ডের সাথে জড়িত) সাথে জড়িত কার্যক্রমের মাধ্যমে যখন নগদ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ঘটে।
একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ইতিবাচক হলে তা ইঙ্গিত দেয় যে প্রতিষ্ঠানটি তার আর্থিক দায় মেটাতে, ব্যবসায়ের বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে পুনঃবিনিয়োগ করতে এবং প্রতিষ্ঠানের মালিকদের লভ্যাংশ প্রদান করতে সক্ষম। যেকোনো প্রতিষ্ঠানের তারল্যের পরিমাণ বুঝতে ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে নগদ প্রবাহ বিশ্লেষণের কোনো বিকল্প নেই।