কোল্যাটারালাইজড ডেট অবলিগেশনস - Collateralized Debt Obligations (CDOs)
Last edited: January 5, 2025
কোল্যাটারালাইজড ডেট অবলিগেশনস (CDOs) হলো এমন আর্থিক পণ্য যা ঋণ, বন্ধক বা অন্যান্য ঋণচুক্তি একত্রিত করে তৈরি করা হয়। এই সংযুক্ত ঋণগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়। CDOs ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঝুঁকি বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করার পাশাপাশি মূলধন সংগ্রহের সুযোগ করে দেয়।
উদাহরণস্বরূপ, একটি ব্যাংক গৃহঋণ একত্রিত করে সেগুলোকে CDO আকারে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে পারে। বিনিয়োগকারীরা সেই ঋণ পরিশোধের ভিত্তিতে মুনাফা অর্জন করেন। CDOs বিভিন্ন ঝুঁকির স্তরে শ্রেণিবদ্ধ করা হয়, যাতে বিনিয়োগকারীরা তাদের ঝুঁকি ও লাভের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। যদিও CDOs লাভজনক হতে পারে, সেগুলো ঝুঁকিপূর্ণও, বিশেষ করে যখন ঋণগুলো পরিশোধ করা না হয়। ২০০৮ সালের আর্থিক সংকটে খারাপভাবে পরিচালিত CDOs বড় ভূমিকা পালন করেছিল।