কর্পোরেট বন্ড - Corporate Bonds

1763

কর্পোরেট বন্ড হলো একটি ঋণপত্র যা কোনো কোম্পানি তাদের ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে ইস্যু করে। বিনিয়োগকারীরা এই বন্ড কিনে কোম্পানিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ঋণ প্রদান করেন। বিনিময়ে কোম্পানি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সুদসহ মূল অর্থ পরিশোধ করে।

উদাহরণস্বরূপ, একটি কোম্পানি নতুন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে ১০ বছরের মেয়াদী কর্পোরেট বন্ড ইস্যু করতে পারে। কর্পোরেট বন্ড সাধারণত সরকারী বন্ডের তুলনায় বেশি সুদ দেয়, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে।

বন্ডের রেটিং যেমন AAA থেকে D পর্যন্ত নির্ধারণ করে তার ঝুঁকির মাত্রা। কম ঝুঁকির বন্ডে সুদের হার কম থাকে, আর বেশি ঝুঁকির বন্ডে সুদের হার বেশি হয়। কর্পোরেট বন্ড বিনিয়োগকারীদের জন্য একটি স্থির আয়ের সুযোগ তৈরি করে এবং কোম্পানির জন্য একটি বিকল্প অর্থায়ন মাধ্যম হিসেবে কাজ করে।

Next to read