কুপন রেট (Coupon Rate)
বন্ডের ইস্যুকারী কোনো বন্ডের হোল্ডারকে বার্ষিক যেই হারে সুদ প্রদান করে, তাকে কুপন রেট বলা হয়। কুপন রেট সাধারণত বন্ডের ফেইস ভ্যালুর শতকরা হিসেবে প্রকাশ করা হয় এবং বন্ডের মেয়াদপূর্তী পর্যন্ত কুপন রেট ফিক্সড থাকে। উদাহরণস্বরুপ, কোনো বন্ডের ফেইস ভ্যালু যদি ১০০০ টাকা ও কুপন রেট ৫% হয়, তাহলে বন্ডের হোল্ডার বার্ষিক ৫০ টাকা হারে সুদ পাবেন।
মার্কেটে সুদের হার ওঠানামা করলেও কুপন রেট স্থির থাকে। তাই বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগকে শেয়ারের তুলনায় বেশি নিরাপদ মনে করে থাকেন। আবার প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যু করার কারণে নির্দিষ্ট হারে বন্ডের হোল্ডারদের সুদ প্রদান করতে হয়। কুপন রেট ও বন্ডের ইল্ডের মাঝে পার্থক্য হচ্ছে, কুপন রেটে বন্ডের ফেইস ভ্যালু কনসিডার করা হয়। অপরদিকে, বন্ডের ইল্ডের ক্ষেত্রে বন্ডের মার্কেট প্রাইস কনসিডার করা হয়।
মার্কেটে সুদের হারের তুলনায় যদি বন্ডের সুদের হার বেশি হয়ে থাকে, তবে উক্ত বন্ডকে বিনিয়োগকারীরা বেশি লাভজনক মনে করেন। এতে করে বিনিয়োগকারীরা বন্ড থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন।