ক্রেডিট রেটিং (Credit Rating)
ক্রেডিট রেটিং হচ্ছে এমন একটি মান, যা দ্বারা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের দায় পরিশোধের সক্ষমতাকে বোঝানো হয়। উন্নত বিশ্বে ক্রেডিট রেটিং ব্যবস্থা অনেক জনপ্রিয় ও সেখানে ক্রেডিট রেটিং এর জন্য Moody's, S&P, অথবা Fitch - এর মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। ক্রেডিট রেটিং-এর ক্ষেত্রে অনেক ধরণের মান থাকে, তবে AAA হচ্ছে সর্বোচ্চ ও D হচ্ছে সর্বনিম্ন। উদাহরণস্বরুপ, সরকারি বন্ডগুলোকে সর্বদা AAA রেটিং দেয়া হয়, কারণ এগুলো অত্যন্ত নিরাপদ। অপরদিকে, কোনো কোম্পানীর ক্রেডিট রেটিং যদি C ক্যাটাগরির হয়, তবে উক্ত কোম্পানীকে উচ্চ-ঝুকিঁর মনে করা হয়। বিনিয়োগকারী ও ঋণগ্রহীতা, উভয়ের জন্যই এই মেট্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোনো কোম্পানীর ক্রেডিট রেটিং ভালো হলে তারা অনেক কম সুদের হারে ঋণ বা বিনিয়োগ গ্রহণ করতে পারে। অপরদিকে, ক্রেডিট রেটিং খারাপ হলে বিনিয়োগ বা ঋণের বিপরীতে উচ্চহারে সুদ প্রদান করতে হয়। ক্রেডিট রেটিং ভালো হলে তা থেকে প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা বোঝা যায় এবং এমন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারে।