কারেন্সি হেজিং (Currency Hedging)
Last edited: December 6, 2024
কারেন্সি এক্সচেঞ্জ রেটের তারতম্যের কারণে তৈরি হওয়া ঝুকিঁকে মোকাবেলা করার উদ্দেশ্যে গৃহীত ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিকে কারেন্সি হেজিং (Hedging) বলা হয়। যেসব ব্যবসায় প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাণিজ্য বা বিনিয়োগের সাথে জড়িত, তারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকেন। উদাহরণস্বরুপ, কোনো আমেরিকান কোম্পানী যদি ৬ মাস পর কোনো ইউরোপিয়ান কোম্পানীকে ১ মিলিয়ন ডলার প্রদান করতে চায় তবে তারা ফরওয়ার্ড কন্ট্র্যাক্টের মাধ্যমে আগে থেকেই কারেন্সি রেট লক করে ফেলতে পারে। এতে করে ভবিষ্যতে কারেন্সি রেট বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ঝুকিঁ থেকে উভয় কোম্পানীই রক্ষা পায়।
কারেন্সি হেজিং সিস্টেমের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানগুলো নিজেদের আয় ও ব্যয় স্থির রাখতে পারে। এতে করে স্ট্র্যাটেজি তৈরি ও পরিকল্পনা সাজানো সহজ হয়। হেজিং-এর জন্য অনেক ধরণের ব্যবস্থা রয়েছে, যেমন - ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট, অপশনস, সোয়াপস ইত্যাদি। কারেন্সি হেজিং-এর মাধ্যমে উভয় পক্ষই নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে ও কারেন্সি এক্সচেঞ্জ রেটের তারতম্যের কারণে তৈরি হওয়া ঝুকিঁ এড়াতে পারে।