চলতি অনুপাত (Current Ratio)
Last edited: December 7, 2024
একটি কোম্পানীর স্বল্পমেয়াদী সম্পদগুলো ব্যবহার করে তার স্বল্পমেয়াদী দায়গুলো মেটানোর সক্ষমতাকে ইংরেজিতে কারেন্ট রেশিও ও বাংলায় চলতি অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। চলতি অনুপাত নির্ণয় করার জন্য কোম্পানীর মোট চলতি সম্পদকে মোট চলতি দায় দ্বারা ভাগ করা হয়। ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে চলতি অনুপাতের আদর্শমান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে চলতি অনুপাতের সবচেয়ে আদর্শমান ধরা হয় ২ঃ১। অর্থাৎ, কোম্পানীর চলতি দায়ের দ্বিগুণ পরিমাণ তার চলতি সম্পদ থাকা উচিত।
উদাহরণস্বরুপ, কোনো কোম্পানীর চলতি সম্পদের পরিমাণ যদি ১,০০,০০০ টাকা হয় এবং চলতি দায়ের পরিমাণ হয় ৫০,০০০ টাকা, তবে তার চলতি অনুপাত হবে ২ঃ১।
চলতি অনুপাত ১’র উপর থাকলেই ধরে নেয়া হয় যে কোম্পানী তার সকল চলতি দায় মেটাতে সক্ষম। ১’র কম থাকলে কোম্পানীকে আর্থিকভাবে অস্বচ্ছল মনে করা হয়। আর অনুপাত ২’র অনেক বেশি থাকলে ধরে নেয়া হয় যে কোম্পানী তার চলতি সম্পদের যথাযথ ব্যবহার করছে না। কোম্পানীতে বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগকারী ও ঋণদাতাগণ চলতি অনুপাতের মাধ্যমে কোম্পানীর স্বল্পমেয়াদী স্বচ্ছলতা সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।