দেউলিয়াত্বের ঝুকিঁ (Default Risk)
Last edited: December 7, 2024
কোনো ঋণগ্রহীতার ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে যাওয়ার ঝুকিঁকে দেউলিয়াত্বের ঝুকিঁ (Default Risk) বলে। বিশেষ করে ঋণদাতা ও বিনিয়োগকারীদের জন্য দেউলিয়াত্বের ঝুকিঁ পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপর নির্ভর করেই তারা ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই করেন এবং ঋণগ্রহীতাকে ঋণ দেয়া যায় কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
উদাহরণস্বরুপ, কোনো কোম্পানী যখন আর্থিক সমস্যায় পরে, তখন তারা সমস্যা কাটিয়ে উঠতে বন্ড ইস্যু করে। কিন্তু কোম্পানীটি যেহেতু আর্থিক সমস্যায় রয়েছে, তাই তাদের বন্ডের চাহিদা কম থাকে। এতে করে ঋণদাতারা বন্ডের মাধ্যমে কোম্পানীকে ঋণ দিতে চান না, আর দিলেও উচ্চ সুদের হার আশা করেন।
আর্থিক সমস্যায় জর্জরিত কোম্পানীর যেহেতু দেউলিয়াত্বের ঝুকিঁ বেশি, তাই ঋণ পেতে হলে তাদেরকে বেশি সুদ অফার করতে হয়। এতে করে কোম্পানীর আর্থিক সমস্যা অনেক সময় হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়।