মুদ্রাসংকোচন বা Deflation
সাধারণ অর্থে কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন পণ্য বা সেবার মূল্য টাকার অঙ্কে যখন হ্রাস পেতে থাকে তখন তাকে মুদ্রাসংকোচন (Deflation) বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে পণ্য দ্রব্যের মূল্য হ্রাসই মুদ্রাসংকোচন বা Deflation। এটি মূল্যস্ফীতির বিপরীত প্রক্রিয়া, যা সাধারনত কেন্দ্রীয় ব্যাংক যদি অর্থ সরবরাহ কমিয়ে দেয় বা মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় বা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা বৃদ্ধি পায় ইত্যাদি কারণে তখন মুদ্রাসংকোচন (Deflation) ঘটে।
সাধারনত অর্থনীতিতে মূল্যস্ফীতিই বেশী দেখা যায় না তবে ক্ষেত্রবিশেষে মুদ্রাসংকোচনের মত ঘটনা ঘটে থাকে ফলে অর্থনীতিতে প্রবৃদ্ধি মন্থর হয়ে যায় এবং কর্মসংস্থানও প্রভাবিত হতে পারে। অর্থনীতিতে সচারাচর লম্বা সময় ধরে মুদ্রাসংকোচন থাকে না, থাকলে তা মন্দার দিকে চলে যায় আর এই মন্দাই এক সময় নিয়ে আসে মহামন্দা যা ১৯২৯ সালে ঘটেছিল।