অবচয় (Depreciation)

1859

অবচয় বলতে কোনো স্থাবর সম্পদ অর্জনের খরচকে উক্ত সম্পদের আয়ুষ্কালে একাধিক হিসাব পিরিয়ডে ডিস্ট্রিবিউট করাকে বোঝায়। মূলত মেশিন, যানবাহন, বিল্ডিং ইত্যাদি স্থাবর সম্পদের ক্ষেত্রে অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। এতে করে একাধিক বছর মিলিয়ে ব্যবসায় স্থাবর সম্পদ অর্জনের খরচকে রিকভার করে নেই। উদাহরণস্বরুপ -

৫,০০,০০০ টাকায় একটি ডেলিভারি ট্রাক ক্রয় করা হলে এবং সেই ট্রাকের আয়ুষ্কার ৫ বছর হলে, পরবর্তী ৫ বছরের প্রতি বছর ১,০০,০০০ টাকা করে ট্রাকের অবচয় আর্থিক বিবরণীগুলোতে দেখানো হবে।

এভাবে ৫ বছরে প্রতিষ্ঠানটি হিসাব থেকে ৫,০০,০০০ টাকা কেটে দিলেও, অবচয়ের অর্থ কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে যায় না, তা কোনো অ্যাকাউন্টে জমা থাকে। এতে করে ৫ বছর পর গাড়ির মেয়াদ শেষ হয়ে গেলে প্রতিষ্ঠানটি সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করে অন্য একটি গাড়ি ক্রয় করে নিতে পারে।

Next to read