ডিরাইভেটিভস (Derivatives)
ডিরাইভেটিভস হলো এক ধরণের আর্থিক দলিল, যার মান অন্য কোনো ধরণের আর্থিক দলিল, যেমন - স্টক, বন্ড বা মুদ্রা ইত্যাদির উপর নির্ভর করে। বাংলাদেশের আর্থিক বাজারে ডিরাইভেটিভস এখনো ব্যবহৃত না হলেও, উন্নত বিশ্বে এই আর্থিক দলিল বিনিয়োগকারীদের ঝুকিঁ হ্রাস করার কাজে অনেক ব্যবহৃত হয়। ডিরাইভেটিভসের কম কিছু ধরণ হচ্ছে ফিউচারস, অপশনস ও সোয়াপস।
উদাহরণস্বরুপ, একটি এয়ারলাইন কোম্পানী ফুয়েল ডিরাইভেটিভসের সাহায্যে জ্বালানীর দামের বিষয়ে আগে থেকেই ডিল করে রাখতে পারে। এতে করে হঠাৎ জ্বালানী দাম বেড়ে গেলেও কোম্পানীকে সমস্যায় পরতে হবে না।
ডিরাইভেটিভস মূলত হেজিং ও স্পেকুলেশনের কাজে ব্যবহৃত হয়। এই কারণে নমনীয়তা ও রিটার্ন বৃদ্ধি পেলেও একইসাথে ঝুকিঁও বেড়ে যায় (স্পেকুলেশনের ক্ষেত্রে)। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পেছনে অনেকটা ডিরাইভেটিভসগুলোকে দায়ী করা হয়। তাই এই সম্পর্কে ভালো ভাবে না জেনে ও বুঝে ডিরাইভেটিভস ব্যবহার না করাই ভালো।