ডিস্কাউন্ট রেট (Discount Rate)

1246

ভবিষ্যৎ নগদ প্রবাহের বর্তমান মূল্য জানার জন্য যেই সুদের হার ব্যবহার করা হয়, তাকে ডিস্কাউন্ট রেট বলা হয়। অর্থাৎ, অর্থের সময়মূল্য নির্ধারণের কাজে এটি ব্যবহৃত হয়। আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য Net Present Value (NPV) ও Discounted Cash Flow (DCF) নির্ণয়ের কাজে এই ডিস্কাউন্ট রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদাহরণস্বরুপ, কোনো কোম্পানী যদি আজ থেকে ৫ বছর পর ১০০০ টাকা পেতে চায় এবং বর্তমান ডিস্কাউন্ট রেট হয় ৫%, তবে সেই ১০০০ টাকার বর্তমান মান হবে ৭৮৪ টাকা। ডিস্কাউন্ট রেট যতো বেশি হবে, বর্তমান মূল্য ততো কমতে থাকবে।

একইসাথে, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে যেই হারে ঋণ প্রদান করে, তাকেও ডিস্কাউন্ট রেট বলা হয়। এই কনটেক্সটে ডিস্কাউন্ট রেট অর্থনীতিতে তারল্যের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে ও মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করে। ডিস্কাউন্ট রেটের কনসেপ্ট বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরিতে সাহায্য করে।

Next to read