ডিভিডেন্ড ইল্ড (Dividend Yield)
Last edited: December 7, 2024
কোনো স্টকের বর্তমান বাজারমূল্যের তুলনায় উক্ত স্টক থেকে কি পরিমাণ ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে, তাকে ডিভিডেন্ড ইল্ড বলে। এতে করে কোন স্টক থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট হচ্ছে, তা বিনিয়োগকারীরা বুঝতে পারেন।
উদাহরণস্বরুপ, কোনো কোম্পানী যদি প্রতি শেয়ারে ২ টাকা করে ডিভিডেন্ড প্রদান করে এবং তাদের স্টকের বর্তমান দাম হচ্ছে ৪০ টাকা। তাহলে এই ডিভিডেন্ড ইল্ড হবে ৫%। ডিভিডেন্ড ইল্ড ভালো হলে তা বিনিয়োগকারীদের জন্য একটি স্টেবল ইনকাম সোর্স হিসেবে কাজ করে। তবে স্টকের দাম খুব দ্রুত হ্রাস পেলে ডিভিডেন্ড ইল্ড চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
কারণ, অনেক কোম্পানীর আর্থিক অবস্থা ভালো না থাকা স্বত্তেও নিজেদের শেয়ারকে আকর্ষণীয় করে তুলতে তারা বেশি ডিভিডেন্ড অফার করে। তাই বিনিয়োগ থেকে যদি আপনার ইনকাম জেনারেট করার ইচ্ছা থাকে, তাহলে স্টেবল ডিভিডেন্ড অফার করে এমন স্টকে বিনিয়োগ করাই ভালো।