লভ্যাংশ (Dividends)
ডিভিডেন্ড বা লভ্যাংশ বলতে সাধারণত কোম্পানীর মোট আয়ের সেই অংশকে বোঝানো হয়, যা শেয়ারহোল্ডার বা কোম্পানীর মালিকদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়া হয়। ডিভিডেন্ড ক্যাশ হিসেবে অথবা শেয়ার হিসেবে দেয়া যায়। নির্দিষ্ট বছরের জন্য কোম্পানী কি পরিমাণ লভ্যাংশ দিবে, তা নির্ধারণ ও ঘোষণা করে কোম্পানীর বোর্ড অব ডিরেক্টরগণ। এর মাধ্যমে কোম্পানী তার মালিকদের উক্ত কোম্পানীতে বিনিয়োগের জন্য পুরস্কৃত করে এবং একই সময়ে কোম্পানীর আর্থিক স্বচ্ছলতার জানান দেয়।
লভ্যাংশের মাধ্যমে শেয়ারহোল্ডারদের আয় বৃদ্ধি পেলেও, এতে করে কোম্পানীর সঞ্চিত আয়ের পরিমাণ সাধারণত হ্রাস পায়। যেসব কোম্পানী খুব স্থির হারে লভ্যাংশ দিয়ে যায়, তাদেরকে আর্থিকভাবে বেশ স্বচ্ছল হিসেবে মনে করা হয় এবং বিনিয়োগকারীগণ এসব কোম্পানীতে বিনিয়োগ করেন বেশি।
কোনো কোম্পানীর ডিভিডেন্ড পলিসি কি হবে, তা নির্ভর করে কোম্পানীর মুনাফালভ্যতা, প্রবৃদ্ধির হার ও সার্বিক আর্থিক পলিসির উপর। যেসব সেক্টরে প্রবৃদ্ধি বেশি, সেখানে কোম্পানীগুলো লভ্যাংশ না দিয়ে অর্থ পুনঃবিনিয়োগ করে। এতে করে সেসব কোম্পানী থেকে ডিভিডেন্ড না পাওয়া গেলেও, শেয়ারমূল্য দ্রুত বৃদ্ধি পায়।