ডাবল-এন্ট্রি পদ্ধতি (Double-entry System)
ডাবল-এন্ট্রি পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞানের সবচেয়ে বেসিক প্রিন্সিপাল, যেখানে যেকোনো লেনদেন একই সময়ে দুটো হিসাবকে প্রভাবিত করে। এতে করে হিসাববিজ্ঞানের বেসিক সমীকরণ (সম্পদ = দায় + মালিকানা স্বত্ব) ব্যালেন্সড থাকে। যেকোনো লেনদেন এন্ট্রি করার সময়, একটি হিসাবকে ডেবিট ও অপর হিসাবকে ক্রেডিট করা হয়। এতে করে যেকোনো সময় মোট ডেবিট এন্ট্রির পরিমাণ মোট ক্রেডিট এন্ট্রির সমান হয়।
বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যেহেতু প্রচুর পরিমাণ ও অনেক জটিল আর্থিক লেনদেন হয়ে থাকে, তাই সেখানে হিসাবের যথাযথ রেকর্ড রাখা বেশ কঠিন। এমতাবস্থায় ডাবল-এন্ট্রি পদ্ধতি হিসাবের সঠিকতা মেইনটেন করার জন্য একটি চমৎকার সিস্টেম হিসেবে কাজ করে। বলতে গেলে ডাবল-এন্ট্রি পদ্ধতি সকল অ্যাকাউন্টিং প্রিন্সিপালের ভিত্তি হিসেবে কাজ করে।
এর সাহায্যে কোম্পানীগুলো নির্ভুল ফাইন্যান্সিয়াল স্টেট্মেন্ট তৈরি করে, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ করে, সম্পদ ও দায়ের পরিমাণ বুঝতে পারে।