শেয়ার প্রতি আয় (Earnings Per Share)
কোনো কোম্পানীর মুনাফালভ্যতা যাচাই করার অন্যতম মেট্রিক হচ্ছে শেয়ার প্রতি আয়। অর্থাৎ, কোম্পানীর নিট আয়কে প্রতিটি শেয়ারের মাঝে ভাগ করে দিলে শেয়ার প্রতি কি পরিমাণ আয় পাওয়া যাবে, তা দেখা হয় এই মেট্রিক দ্বারা। কোম্পানীর নিট আয়কে মোট শেয়ারের পরিমাণ দিয়ে ভাগ করলে এই মেট্রিক পাওয়া যায়। এতে করে মূলত বিনিয়োগকারীগণ কোম্পানীর আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।
শেয়ার প্রতি আয় বেশি হলে ধারণা করা হয় যে কোম্পানীটি আর্থিকভাবে শক্ত ও প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম। বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা আরো কিছু মেট্রিকের সাথে শেয়ার প্রতি আয় মিলিয়ে দেখে বোঝার চেষ্টা করেন যে কোম্পানীর শেয়ারের দাম ঠিক আছে কি না।