পরিমাণগত উৎপাদন বা Economies of Scale

1240

মাত্রাগত বা পরিমাণগত উৎপাদন এটি একটি অর্থনৈতিক ধারনা। যেখানে বলা হয় উৎপাদনের পরিমাণ যদি বৃহৎ হয় তাহলে প্রতি ইউনিট প্রতি উৎপাদনের খরচ কমে যায়।

মাঝে মাঝে আমরা অনেকই ধরতে পারিনা যে, যে দামে আমরা উৎপাদন করতে পারিনা সেদামে বড় বড় প্রতিষ্ঠানগুলা কিভাবে প্রোডাক্ট সেল করে আবার মুনাফাও করে। এর উত্তর হল প্রতি ইউনিট প্রতি উৎপাদন খরচ অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানগুলা এই মাত্রায় উৎপাদন করে যে প্রতি ইউনিট প্রতি উৎপাদন খরচ কমে যায় এবং এর মাধ্যমে তারা কম দামে পণ্য বিক্রি করতে পারে এবং অধিক মুনাফা লাভ করতে পারে।

মাত্রাগত বা পরিমাণগত উৎপাদন প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ এটি যেকোনো প্রতিষ্ঠানের জন্য খরচ কমায় এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহযোগিতা করে।

Next to read