ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি (Economic Order Quantity)

1719

ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা EOQ হলো ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি সূত্র, যা মোট ইনভেন্টরি খরচ কমানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে, বিশেষ করে মজুদ ও অর্ডারের খরচ কমাতে। EOQ সেই আদর্শ পরিমাণটি নির্দেশ করে, যা স্টোরেজ ও পুনরায় অর্ডারের খরচ কমানোর জন্য অর্ডার করা উচিত।

এই সূত্রের মাধ্যমে সঠিক পরিমাণ ইনভেন্টরির ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়, যাতে চাহিদা পূরণ করা যায়, কিন্তু অতিরিক্ত ব্যয় বা স্টক আউটের ঝুঁকি তৈরি না হয়। EOQ ফর্মুলায় চাহিদা, অর্ডারের খরচ এবং মজুদ খরচ অন্তর্ভুক্ত থাকে, যা ইনভেন্টরি ব্যবস্থাপনাকে কৌশলগতভাবে পরিচালনা করে।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে বা ব্যবসায়ে পণ্যের স্টেবল ডিমান্ড থাকে, সেখানে এই ফর্মুলা ব্যবহার করে সাপ্লাইয়ারদের থেকে পণ্য ক্রয় করা হয়, কারণ এটি খরচ কমিয়ে সঞ্চয় বৃদ্ধি ও কার্যক্রমকে আরও সহজতর করতে সাহায্য করে।

Next to read