ভারসাম্য (Equilibrium)
যখন চাহিদা এবং যোগান একই অবস্থায় এসে মিলিত হয় তাকে ভারসাম্য বা সাম্যঅবস্থা বা Equilibrium বলে। অর্থাৎ একটি পণ্যের জন্য ক্রেতাদের চাহিদা এবং উৎপাদকের সরবরাহের পরিমাণ যখন একই বিন্দুতে এসে মিলে যায় তাই Equilibrium। এই অবস্থায় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকে এবং অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত সরবরাহের সৃষ্টি হয় না।
যদিও অর্থনীতিতে ভারসাম্য শুধু মাত্র চাহিদা এবং যোগানেই সীমাবদ্ধ থাকে না। এর সাথে যুক্ত হয় সুদের হার, বেকারত্বের হার বা অর্থনীতির অন্যান্য indicator গুলো।