ইক্যুইটি (Equity)

579

আপনি যদি শুরুর দিকের গাণিতিক সমীকরণ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সম্পদ থেকে দায় বাদ দেওয়া হলে যেটি অবশিষ্ট থাকে সেটিই তাহলে স্টকহোল্ডার ইক্যুইটি। একটি কোম্পানি এক বছর আয়ের পর তার ঐ বছরের সম্পূর্ণ দেনা পরিশোধ করে দেওয়ার পর তার কাছে যেটি থাকে সেটিই হচ্ছে তার মালিকানা ইক্যুইটি। স্টক হোল্ডার ইক্যুইটি ব্যবহার করে একটি কোম্পানি কতটুকু মূল্যবান সেটি নির্ণয় করা হয়। এটির কয়েকটি ভাগ রয়েছে।

সম্পদ = দায় + ইক্যুইটি

Next to read