আর্থিক লেভারেজ (Financial Leverage)
প্রতিষ্ঠানের বাইরে থেকে অর্থ ধার বা ঋণ করে এনে ব্যবসায় পরিচালনার কাজে বিনিয়োগ করাকে ফাইন্যান্সিয়াল লেভারেজ বলা হয়। ব্যবসায়ের পারফরম্যান্স যখন ভালো থাকে এবং ব্যবস্থাপকগণ মনে করেন যে আরো বিনিয়োগ করলে বেশি রিটার্ন জেনারেট করা সম্ভব, তখন এই পন্থা অবলম্বন করা হয়। অর্থাৎ, বিনিয়োগকারীদের থেকে অতিরিক্ত বিনিয়োগ সংগ্রহ না করেই এখানে অতিরিক্ত লাভ প্রদান করা হচ্ছে।
তবে এই প্রক্রিয়ার সাথে প্রচুর ঝুকি’ও জড়িত। কারণ বিনিয়োগকৃত অর্থ থেকে রিটার্ন আসুক বা না’ই আসুক, ঋণপ্রদানকারীদের অর্থ ফেরত দিতেই হবে। কি পরিমাণ লেভারেজ গ্রহণ করলে ভালো হবে তা নির্ধারণ করা হয় বিভিন্ন অনুপাতের মাধ্যমে। যেমন - ঋণ-ইক্যুইটি অনুপাত ইত্যাদি।
লেভারেজের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বিজনেস সাইকেলের সর্বোচ্চ ব্যবহার এনশিওর করতে পারে। যেমন - যখন বিজনেস সাইকেলের বুম হচ্ছে, তখন অতিরিক্ত ঋণ গ্রহণ করে অতিরিক্ত রিটার্ন জেনারেট করা হয়। আবার বিজনেস সাইকেলের মন্দা যখন এগিয়ে আসে, তার আগেই ঋণের টাকা শোধ করে দিয়ে ঝুকিঁর পরিমাণ হ্রাস করা যায়।