ফাইন্যান্সিয়াল মার্কেট (Financial Markets)
Last edited: December 4, 2024
ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের এমন একটি মিলনমেলা যেখানে তারা নিজেদের মাঝে বিভিন্ন আর্থিক সম্পদ যেমন - শেয়ার, বন্ড, বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পন্ন করতে পারেন। ফাইন্যান্সিয়াল মার্কেটকে অনেক সময় ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট’ও বলা হয়।
তবে যেই নামেই ডাকা হোক না কেনো, ফাইন্যান্সিয়াল মার্কেট মূলত ব্যবসায়ীদের নিজেদের ব্যবসায় সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় মূলধন পেতে সাহায্য করে। আর অপরদিকে এই মার্কেট বিনিয়োগকারীদের জন্য এমন সব বিনিয়োগের ক্ষেত্র খুজে পেতে সাহায্য করে যেখানে তারা বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের অর্থসম্পদ বৃদ্ধি করতে পারেন।
যেকোনো দেশের আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ঐ দেশের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো। কোম্পানীর শেয়ার থেকে শুরু করে সরকারি বন্ড এবং ডিরাইভেটিভ সিকিউরিজ, সবকিছুর লেনদেন হয়ে থাকে এই মার্কেটগুলোতে। বিনিয়োগ প্রত্যাশিগণ বিনিয়োগ পাওয়ার আশায় এখানে আসেন, আর বিনিয়োগকারীরা আসেন বিনিয়োগ করার জন্য। সব মিলিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে প্রতিদিন বেশ বড় অংকের লেনদেন হয়ে থাকে। তাই আজকের লেখায় আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো। আমরা জানবো ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে কাজ করে, কি কি ধরণের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এবং এগুলোর ফাংশন সম্পর্কে।