ফাইন্যান্সিয়াল মডেলিং (Financial Modeling)
Last edited: December 18, 2024
একটি কোম্পানির আর্থিক পারফরম্যান্সকে গাণিতিকভাবে তুলে ধরার প্রক্রিয়াকে ফাইন্যান্সিয়াল মডেলিং বলে। ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করার মাধ্যমে কোম্পানির ম্যানেজমেন্ট ও বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হয়। ফাইন্যান্সিয়াল মডেল ব্যবহার করে সাধারণত স্প্রেডশীটে কোনো কোম্পানির আয়, ব্যয় ও নগদ প্রবাহ প্রজেক্ট করা হয়। উদাহরণস্বরুপ, ফাইন্যান্সিয়াল মডেলিং ব্যবহার করে কোনো কোম্পানি আগে থেকেই বুঝতে পারে যে তাদের নতুন প্রোডাক্ট থেকে কি পরিমাণ মুনাফা অর্জন করা যাবে।
যেহেতু গাণিতিক মডেলিং-এর মাধ্যমে ঝুকিঁ ও রিটার্নের পরিমাণ গাণিতিকভাবে প্রকাশ করা হয়, তাই সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হয়ে যায়। তাই ইনভেস্টমেন্ট ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং-এর দুনিয়ায় ফাইন্যান্সিয়াল মডেলিং বেশ জনপ্রিয়। তবে ফাইন্যান্সিয়াল মডেলিং ভালো করে বুঝতে আপনার ভালো অ্যানালিটিকাল স্কিল থাকতে হবে এবং একইসাথে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।