ফাইন্যান্সিয়াল রেশিও (Financial Ratios)
ফাইন্যান্সিয়াল রেশিও বা আর্থিক অনুপাত হচ্ছে একধরণের গাণিতিক টুল, যার মাধ্যমে কোনো কোম্পানির পারফরম্যান্স, এফিশিয়েন্সি ও আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূলত আয়-ব্যয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরণের আর্থিক অনুপাত নির্ণয় করা হয়। আর্থিক অনুপাতের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন - তারল্য অনুপার (চলতি অনুপাত, ত্বরিৎ অনুপাত), মুনাফালভ্যতা অনুপাত (মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত), লেভারেজ অনুপাত (ঋণ-ইক্যুইটি অনুপাত, মুনাফা-সম্পদ অনুপাত) ইত্যাদি।
উদাহরণস্বরুপ, কোনো কোম্পানির চলতি অনুপাত ২ঃ১ হলে ধরে নিতে হবে যে উক্ত কোম্পানির মোট চলতি দায়ের দ্বিগুণ পরিমাণ চলতি সম্পদ রয়েছে। এতে করে কোম্পানির স্বল্পমেয়াদী আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
কোম্পানির পূর্বের পারফরম্যান্সের সাথে বর্তমান পারফরম্যান্স অথবা ইন্ডাস্ট্রির অন্যান্য কোম্পানির সাথে পারফরম্যান্সের তুলনা করার জন্য আর্থিক অনুপাতগুলো গুরুত্বপূর্ণ। এতে করে বোঝা যায় যে কোম্পানি কতো এফিশিয়েন্টলি ও ইফেক্টিভ্লি তার সম্পদের ব্যবহার করছে।