ফিসকাল পলিসি (Fiscal policy)
ফিসকাল পলিসিকে বাংলায় রাজস্ব-নীতি বলা হয়। ফিসকাল পলিসি হচ্ছে সরকারি খরচ ও ট্যাক্সের হার পরিবর্তন করার মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার একটি মাধ্যম। ফিসকাল পলিসি দ্বারা সাধারণত ম্যাক্রোইকোনমিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করার চেষ্টা করা হয়। অর্থাৎ, ফিসকাল পলিসি দ্বারা বিভিন্ন পণ্য ও সেবার চাহিদা, কর্মসংস্থানের হার, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রভাবিত হয়।
অর্থনৈতিক মন্দা চলাকালীন সময়ে সরকার নিজের খরচ বৃদ্ধি করে অথবা ট্যাক্সের হার কমিয়ে পণ্যের চাহিদা বৃদ্ধি ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। একইভাবে, মুদ্রাস্ফীতি চলাকালীন সময়ে সরকার ঠিক বিপরীত কাজ করে। অর্থাৎ, এই সময়ে সরকার ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সরকারি খরচ কমিয়ে আনে। এতে করে পণ্যের চাহিদা কমে যায় এবং অর্থনৈতিক কার্যক্রম হ্রাস হয়।
ফিসকাল পলিসি বনাম মনিটারি পলিসি
ফিসকাল পলিসি ও মনিটারি পলিসির মাঝে পার্থক্য হচ্ছে এই যে, মনিটারি পলিসি তৈরি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তবে ফিসকাল পলিসি তৈরি করে থাকে সরকার। মনিটারি পলিসি দ্বারা সাধারণত মাইক্রোইকোনমিক পরিস্থিত প্রভাবিত হয় এবং ফিসকাল পলিসি দ্বারা ম্যাক্রোইকোনমিক পরিস্থিতি প্রভাবিত হয়। মনিটারি পলিসি দ্বারা সাধারণত অর্থনীতিতে মুদ্রার পরিমাণ ও মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। অপরদিকে, ফিসকাল পলিসি ট্যাক্সের হার ও সরকারি খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কার্যক্রমে পার্থক্য থাকলেও, ফিসকাল পলিসি ও মনিটারি পলিসির মূল লক্ষ্য প্রায় একই, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।