স্থির ব্যয় (Fixed Cost)
ব্যবসায়ের উৎপাদনকৃত পণ্যের পরিমাণের বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে যেই ব্যয় বৃদ্ধি বা হ্রাস পায় না, তাকে স্থির ব্যয় বলে। স্থির ব্যয়-এর কিছু উদাহরণ হচ্ছে - ভাড়া, বেতন, বীমা, ঋণ পরিশোধ ইত্যাদি। ব্যবসায়ের বাজেটিং-এর জন্য এসব ব্যয় বেশ গুরুত্বপূর্ণ, কারন উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এসব ব্যয় বৃদ্ধি পায় না। আবার কোনো পণ্য বিক্রয় না হলেও বা কম হলেও এসব ব্যয় প্রতিষ্ঠানকে বহন করতেই হবে। তাই বিক্রয় বা আয় যদি কম হয়, তখন এই স্থির ব্যয়গুলো ব্যবসায়কে বিপদে ফেলে দিতে পারে।
ম্যানেজারগণ প্রতিষ্ঠানের খরচের ধরণ ও মুনাফালভ্যতা বিবেচনা করার উদ্দেশ্যে স্থির ও পরিবর্তনশীল ব্যয় আলাদা আলাদা করে পরিমাপ করেন। আবার স্থির ব্যয় যে সর্বদাই স্থির থাকে, তা কিন্তু নয়। বরং বলা বাহুল্য যে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা পর্যন্ত স্থির থাকে এবং তার বেশি পণ্য উৎপাদন বা বিক্রয় করতে চাইলে স্থির ব্যয় বৃদ্ধি পায়।
উদাহরণস্বরুপ, একটি গার্মেন্টস-এর কারখানা ভাড়া ৬০,০০০ টাকা এবং উক্ত কারখানায় মাসে ২০,০০০ পিস কাপড় তৈরি করা সম্ভব। এখন গার্মেন্টস মালিক যদি নিজেদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ৪০,০০০ পিস কাপড় তৈরি করতে চান, তাহল তাকে অবশ্যই আরো একটি কারখানা ভাড়া নিতে হবে। তখন কারখানা ভাড়া আবার ১,২০,০০০ টাকা হয়ে যাবে।