ফিক্সড ইনকাম (Fixed Income)
Last edited: December 18, 2024
ফিক্সড ইনকাম বলতে এমন সব বিনিয়োগকে বোঝানো হয়, যেগুলো থেকে রেগুলার ও স্টেবল আয় পাওয়া যায়, যেমন - বন্ড, ট্রেজারি বিল, অগ্রাধিকার শেয়ার ইত্যাদি। উদাহরণস্বরুপ, কোনো সরকারি বন্ড থেকে বার্ষিক ৫% হারে সুদ পাওয়া গেলে তা ফিক্সড ইনকাম হিসেবে গণ্য হবে। কারণ, দেশের যেকোনো পরিস্থিতিতে সরকার এই সুদ দেয়া বন্ধ করবে না।
তাই এসব বিনিয়োগ সাধারণত অনেক কম ঝুকিঁর হয় ও কনজারভেটিভ বিনিয়োগকারীদের কাছে এই ধরণের সিকিউরিটিজ বেশ জনপ্রিয়। আবার একটি আদর্শ পোর্টফোলিও তৈরিতেও এই ধরনের সিকিউরিটিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলোর মাধ্যমে পোর্টফোলিওতে ব্যালেন্স নিয়ে আসা যায়।
তবে এসব সিকিউরিটিজ যে একেবারেই কোনো ঝুকিঁ বহন করে না, তা বলা যাবে না। মুদ্রাস্ফীতি, সুদের হারের পরিবর্তন ও দেউলিয়াত্বের কারণে এই ধরণের সিকিউরিটিজ’ও ক্ষতির কারণ হতে পারে।