ফরেক্স মার্কেট (Forex Market)

2180

ফরেক্স বা ফরেইন এক্সচেঞ্জ হলো একটি কারেন্সি এক্সচেঞ্জ মার্কেটপ্লেস যেখানে আপনি এক দেশের কারেন্সি থেকে আরেকটি দেশের কারেন্সি তে টাকা পরিবর্তন করেন। সাধারণত এই ধরনের মার্কেটে বিভিন্ন ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান যারা বিদেশে তাদের ব্যবসা পরিচালনা করে তারা ব্যবহার করে। এটি অনলাইন এবং অফলাইন ২ টি মাধ্যমেই ব্যবহার করা যায় এবং 24/7 ফরেক্স ওপেন থাকে। ফরেক্স মার্কেটে ডেইলি ৬.৬ ট্রিলিয়ন ডলারের মত অ্যামাউন্ট ট্রেড হয়। এই ফরেক্স এর সাহায্যেই বিভিন্ন দেশে বিনিয়োগ এবং ফাইন্যান্সিয়ল ট্রান্সেকশন এর মতো গুরুত্বপূর্ণ কিছু অপারেশন সংঘটিত হয়।

ধরুন আপনি বাংলাদেশ এয়ারপোর্টে বসে আছেন এবং কানাডা যাচ্ছেন। আপনি যখন বাংলাদেশ ছাড়বেন তখন বাংলাদেশি টাকার আর কোন মূল্য নেই। তাই আপনি এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ শপ এ গেলেন এবং সেখানে আপনি ২০,০০০ টাকা দিলেন। তখন তারা আপনাকে কানাডিয়ান টাকা অনুসারে যত ডলার হয় সেটি দিবে; যেটি দাঁড়ায় এখনকার রেটে ২৪৭.৭৮ কানাডিয়ান ডলার বর্তমান রেটে। এই যে আপনি যেই পদ্ধতি টা ব্যবহার করলেন কারেন্সি চেঞ্জ করতে এটিই হলো ফরেইন এক্সচেঞ্জ যেটিকে ফরেক্স বলেও ডাকা হয়।

এই ফরেক্স মার্কেট সম্পূর্ণ De Centralized অর্থাৎ এর কোন অফিস নেই। দেশের বর্ডার অসংখ্য জায়গায় এরকম অনেক শপ দেখবেন যারা এই ব্যবসা করে থাকে। এছাড়া ফর্মাল ওয়ে তে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, ব্রোকার, রেমিটেন্স কালেক্ট করা বিভিন্ন কোম্পানি, এমএনসি, এমনকি কেন্দ্রীয় ব্যাংক এবং একটি দেশের সরকার এই ফরেক্স এর সাথে যুক্ত। বিভিন্ন সরকারি যেই বড় বড় ট্রেড হয়ে থাকে বাইরের দেশের সাথে সেখানেও এই ফরেক্স ট্রেড এর থ্রু তে কারেন্সি এক্সচেঞ্জ হয়ে থাকে। একটি দেশ যদি গ্লোবালি প্রোগ্রেস করতে চায় সেখানে এই ফরেইন মার্কেট এর প্রয়োজন পড়ে।

Next to read