মোট দেশজ উৎপাদন Gross Domestic Product (GDP)
GDP এর পূর্ণরুপ হল "Gross Domestic Product'', অর্থাৎ মোট দেশজ উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ১ বছর) একটি দেশের মধ্যে উৎপাদিত হওয়া এবং বাজারে বিক্রি হওয়া সমস্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে। সাধারণত কোনো একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত অথবা তৈরীকৃত মোট পণ্য এবং সেবার সমষ্টিকেই জিডিপি বলে।
আরো সহজ করে বললে কোন একটি দেশে একবছরের মধ্যে কি পরিমাণ পণ্য উৎপাদিত হয়েছে এবং কি পরিমাণ পণ্য consume বা ভোগ বা খরচ করা হয়েছে তার সমষ্টিই হলো GDP।
জিডিপি নির্ণয়ের সূত্র:-
জিডিপি = মোট ব্যক্তিগত খরচ/ভোগ + (মোট ব্যক্তিগত বিনিয়োগ + সরকারি বিনিয়োগ ) + সরকারি ব্যয় + (রপ্তানি - আমদানি)।
সূত্রের মাধ্যমে দেখানো হল: GDP = C + I + G + (X – M)
C= Consumption (খরচ/ভোগ)
I= Investment (বিনিয়োগ) = (মোট ব্যক্তিগত বিনিয়োগ + সরকারি বিনিয়োগ )
G= Government Spending (সরকারী খরচ)
X - M= ( রপ্তানি - আমদানি )
জিডিপির প্রথম মৌলিক ধারণাটি আঠারো শতকের শেষে উদ্ভাবিত হয়েছিল। তবে, জিডিপির আধুনিক ধারণাটি ১৯৩৪ সালে আমেরিকান অর্থনীতিবিদ সাইমন কুজনেটস দ্বারা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে, ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে জিডিপিকে একটি দেশের অর্থনীতির প্রধান পরিমাপ হিসাবে গ্রহণ করা হয়।
মূলত জিডিপি অর্থনীতির আকারের একটা হিসাব মাত্র। জিডিপি আমাদেরকে দেশের আর্থিক বৈষম্যের পরিমাপ জানাতে পারে না। বরং জিডিপি এর মাধ্যমে শুধুমাত্র দেশের অর্থনীতির আকার জানা যায়। জিডিপি কোনো দেশের সামগ্রিক বিষয় জানার জন্য কোনো ইনডেক্স বা সূচক নয়।