ব্যবসায়ের মোট বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা যেকোনো প্রতিষ্ঠানের মুনাফালভ্যতা পরিমাপ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। পণ্য বা সেবা উৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্যে তৈরির সাথে জড়িত সকল প্রত্যক্ষ খরচ বিক্রীত পণ্যের ব্যয়-এর মাঝে ধরা হয়। এর মাঝে ব্যবসায় পরিচালনার সাথে জড়িত পরোক্ষ খরচগুলো অন্তর্ভুক্ত থাকে না, তাই মোট মুনাফার মাধ্যমে ব্যবসায়ের উৎপাদনের সাথে জড়িত এফিশিয়েন্সি পরিমাপ করা যায়।
মোট মুনাফার পরিমাণ বেশি হলে বোঝা যায় যে পণ্যের উপর যথাযথ পরিমাণ লাভ করা যাচ্ছে। অপরদিকে, মোট মুনাফার পরিমাণ কম হলে ধরে নেয়া হয় যে উৎপাদন ব্যয় হ্রাস করতে হবে। কোনো প্রতিষ্ঠান কি পরিমাণ মোট মুনাফা অর্জন করতে চাইছে তার উপর নির্ভর করে পণ্য বা সেবার মূল্য’ও নির্ধারণ করা হয়। আবার বাহ্যিক বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন কি না, তা অনেকটাই এই মেট্রিকের উপর নির্ভর করে।