হাই-ইল্ড বন্ড (High-Yield Bonds)
ক্রেডিট রেটিং ভালো নয়, এমন কোম্পানিগুলো কর্তৃক ইস্যুকৃত বন্ডকে সাধারণত হাই-ইল্ড বন্ড বলা হয়। হাই-ইল্ড বন্ডের অপর নাম হচ্ছে জাঙ্ক বন্ড (Junk Bond)। এই কোম্পানিগুলি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যার কারণে তারা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উচ্চ সুদের হারে (ইল্ড) বন্ড ইস্যু করে। হাই-ইল্ড বন্ড বেশি রিটার্নের সম্ভাবনা প্রদান করলেও, এতে ডিফল্টের ঝুঁকিও বেশি থাকে।
উদাহরণস্বরূপ, একটি স্টার্টআপ কোম্পানি বা একটি কোম্পানি যার প্রচুর পরিমাণ ঋণ রয়েছে, মূলধন সংগ্রহের জন্য হাই-ইল্ড বন্ড ইস্যু করতে পারে, কারণ তারা সাধারণ বন্ড ইস্যু করলে তা ক্রয় করতে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন না (যেহেতু কোম্পানির আর্থিক অবস্থা ভালো নয়)। হাই-ইল্ড বন্ডে বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকির জন্য ক্ষতিপূরণ পান, তবে যদি কোম্পানি তাদের দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে বিনিয়োগ হারানোর সম্ভাবনা থাকে।
অনেক বেশি ঝুকিঁ থাকলেও, কম সময়ে বেশি রিটার্ন পেতে চাইছেন, এমন বিনিয়োগকারীরা হাই-ইল্ড বন্ডে বিনিয়োগ করে থাকেন।