ক্ষতিপূরণ (Impairment)

1292

বাস্তবজীবনে ক্ষতিপূরণ বলতে অনেক কিছু বোঝালেও, হিসাববিজ্ঞানে ক্ষতিপূরণ দ্বারা উক্ত অবস্থাকে বোঝানো হয়, যখন কোনো সম্পদের বাস্তবিক মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো মূল্যের চেয়ে হ্রাস পায়। এর পেছনে অনেক ধরণের কারণ থাকতে পারে, যেমন - মার্কেটের অবস্থার পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনৈতিক মন্দা ইত্যাদি। এর ফলে আর্থিক অবস্থার বিবরণীতে উক্ত সম্পদের ভেল্যু হ্রাস করে দিতে হয় এবং উক্ত পরিমাণ আয়-ব্যয় বিবরণীতে খরচ হিসেবে দেখাতে হয়।

ক্ষতিপূরণের পরিমাণ সঠিকভাবে দেখানোর কোনো বিকল্প নেই। নইলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা ফুটে ওঠে না ও সম্পদের পরিমাণ কম বা বেশি হিসেবে দেখানো হয়। অনেক প্রতিষ্ঠানের এর মাধ্যমে অর্থ আত্মসাৎ-এর চেষ্টা করে থাকে। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের সঠিক পরিমাণ উল্লেখ করার উদ্দেশ্যে অ্যাকাউন্ট্যান্টগণ নিয়মিতভাবে সম্পদের ভ্যালুয়েশন চেক করে থাকেন।

Next to read