আর্থিক বিবৃতি (Income statement)
আর্থিক বিবৃতি হলো আপনার প্রতিদিনের ব্যবসার লাভ এবং খরচের হিসাব খাতা। একটি উদাহরণ দেখা যাক ধরুন আপনার দোকানের জন্য আপনি আজকে মোট ২0,000 টাকার পণ্য কিনলেন এবং দিনশেষে সেই সকল পণ্য আপনি বিক্রি করলেন ২৫,000 টাকায়। আপনার আজকের দিনের এই সম্পূর্ণ খরচ এবং লাভ আপনি লিখবেন আর্থিক বিবৃতির খাতায়।
একটি আর্থিক বিবৃতি আপনাকে তিন দিক থেকে সাহায্য করবে। প্রথমত, সেটি আপনার ব্যবসা কত ভালো করছে সেটি সম্পর্কে জানান দিবে। দ্বিতীয়ত, আপনার ব্যবসার ভবিষ্যতে কিরকম পারফর্ম করবে সেটি সম্পর্কে জানান দেয়। এবং সর্বশেষ আপনার ব্যবসায় ঝুঁকি কতটুকু সেটি সম্পর্কে আপনি একটি আর্থিক বিবৃতি থেকে জানতে পারবেন।