মূল্যস্ফীতি বা Inflation
সাধারণ অর্থে কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন পণ্য বা সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে যাওয়াকে মূল্যস্ফীতি (Inflation) বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধিই মূল্যস্ফীতি (Inflation)। সাধারনত টাকার মান কমে যাওয়া, উৎপাদন না বাড়িয়ে অধিক টাকা ছাপান, যোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়া বা পণ্য বা সেবার উৎপাদনের খরচ বেড়ে যাওয়া ইত্যাদি কারণ মূল্যস্ফীতি (Inflation) ঘটিয়ে থাকে।
মূল্যস্ফীতি সবসময় অর্থনীতিতে বিরূপ প্রভাব তৈরি করে। মানুষের ক্রয় ক্ষমতা ত্রাস করে, ব্যবসা বাণিজ্যে ধীরগতি নিয়ে আসে, জাতীয় আয়ে প্রভাব সৃষ্টি করে মানুষের দুর্ভোগ বাড়ায়। মূল্যস্ফীতি একটা চক্রের মত কাজ করে একে নিয়ন্ত্রণ করা না গেলে একটি দেশকে খাঁদের কিনারায় পর্যন্ত পৌঁছাতে পারে।
মূল্যস্ফীতির প্রকারভেদ:
- চাহিদা বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি (Demand Pull Inflation)
- ব্যয় বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি (Cost Push Inflation)
- অন্তর্নির্মিত মূল্যস্ফীতি (Built in inflation)
- আমদানি-ব্যয় মূল্যস্ফীতি (Imported Inflation)
- মুদ্রাস্ফীতি (Monetary Inflation)
মূল্যস্ফীতির হার নির্ণয়ের সূত্র:
CPI = Consumer Price Index - CPI
মূল্যস্ফীতি হার = ((বর্তমান বছরের CPI - আগের বছরের CPI) / আগের বছরের CPI) * ১০০
মূল্যস্ফীতি হার = ((৩১৫ - ৩০০) / ৩০০) * ১০০
মূল্যস্ফীতি হার = ৫%