অস্থাবর সম্পদ (Intangible Assets)
যেকোনো ধরণের রিসোর্স, যা প্রতিষ্ঠানের জন্য মূল্যবান হলেও, দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তাকে অস্থাবর সম্পদ বলা হয়, যেমন - পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সুনাম, ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি। এই সম্পদগুলো যেকোনো প্রতিষ্ঠানের মার্কেট পজিশন ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও দীর্ঘমেয়াদী মুনাফালভ্যতায় প্রভাব বিস্তার করে। যেহেতু অস্থাবর সম্পদের কোনো বাস্তবিক উপস্থিতি থাকে না, তাই এগুলোর ভ্যালুয়েশন প্রক্রিয়া বেশ জটিল। মূলত এসব সম্পদ থেকে ভবিষ্যতে কি পরিমাণ রিটার্ন পাওয়া যাবে তার উপর নির্ভর করে এগুলো ভ্যালু নির্ধারণ করা হয়।
স্থাবর সম্পদের মতো অস্থাবর সম্পদের অবচয় হয় না, তবে পরিমার্জন হতে পারে। অর্থাৎ, কিছুদিন পর পর এগুলোর ভ্যালুয়েশন করা হয় এবং ভ্যালুয়েশনের পর যদি সম্পদের মূল্য পূর্বের তুলনায় হ্রাস পায় তবে পরিমার্জন করা হয়। এই ধরণের সম্পদগুলো ব্যবসায়ের কাছে সাধারণত কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। আবার বিনিয়োগকারীদের কাছেও এই ধরণের সম্পদ বিশেষ গুরুত্ব বহন করে।