সুদের হার বা Interest Rate
সুদের হার বা Interest Rate হলো ঋণদাতা যে পরিমাণ অতিরিক্ত অর্থ ঋণগ্রহীতার উপর ধার্য করে, যা সাধারণত ঋণের মোট টাকার একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে গণনা করা হয়। যেমন জনাব "ক" ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছে ১০% Interest Rate এ। এখন জনাব "ক" যখন অর্থ পরিশোধ করবে তখন ১০% Interest Rate এ তাকে ৫০,০০০ টাকা বেশি পরিশোধ করতে হবে। সাধারণত এই হার বার্ষিক ভিত্তিতে করা হয় এবং একে (Annual Percentage Rate - APR) বলা হয়।
সুদের হার শুধুমাত্র ঋণ নয়, সঞ্চয় হিসাব বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ক্ষেত্রে, ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন সঞ্চয়কারীর জমাকৃত অর্থের উপর একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে, যা Annual Percentage Yield (APY) নামে পরিচিত। APY জমার উপরে প্রাপ্ত বার্ষিক সুদের পরিমাণ।
সুদের হারের প্রকারভেদ
- সরল সুদ (Simple Interest): এখানে মূলধনের উপর নির্দিষ্ট হার ধরে সুদ হিসাব করা হয়।
- চক্রবৃদ্ধি সুদ (Compound Interest): এখানে মূলধন ও সুদের উপর ধারাবাহিকভাবে সুদ হিসাব করা হয়, যা পরবর্তী সময়ে বৃদ্ধির সাথে যোগ হয়।