চাহিদাবিধি (Law of Demand)
দাম ও চাহিদার মধ্যে যে আপেক্ষিক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তাকে চাহিদা বিধি বা Law of Demand বলে। সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার মধ্যকার এই ক্রিয়াগত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই চাহিদা বিধি বলে।
"অধ্যাপক মার্শাল এর মতে, অন্যান্য অবস্থা ( যেমন: মানুষের আয়, পণ্যের গুণাগুণ ইত্যাদি ) অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের দাম কমলে চাহিদা বাড়বে এবং দাম বাড়লে চাহিদা কমবে, এটাই হলো চাহিদাবিধি"।
চাহিদাবিধির শর্তানুযায়ী দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ চাহিদাবিধিতে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক দেখানো হয়।
Law Of Demand বা চাহিদাবিধি তৈরি করেছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল।